জয়পুরহাট জেলার জয়পুরহাট থানার বৃহত্তর ধলাহার ইউনিয়ন নওপাড়া মৌজায় এই মৌজার চার পাশে কোন শিক্ষা প্রতিস্ঠান নাই যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে ৪/৫ কিঃমিঃ দুরে অবস্থিত । মেয়েদের দুরদুরান্তে গিয়ে শিক্ষ লাভ করা সম্ভব নয়ফলে এলাকায় মেয়ে শিক্ষার হার কম। জনাব মরহুম ইউছুফ মামুন এবং মরহুম আব্দুর রাজ্জাক ও সুধি সামাজের গণমাণ্য ব্যক্তি বর্গ চিন্তা ভাবনা করে দেখেন যে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে অত্র এলাকার নারী শিক্ষা প্রসার ঘটবে।তাদেঁর প্রচেষ্টায় ১৯৮৫ সনে পল্লীবালা উচ্চ বালিকা বিদ্যালয় নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমান বিদ্যালয়টি চকবরকত ইউনিয়ানে অবস্থিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS